জলপরীর গল্প মনে করিয়ে দেয় ডুগং
সমুদ্রে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তিমি ছাড়া আরেকটি হলো ডুগং। অত্যন্ত নম্র স্বভাবের কারণেই মূলত এই প্রাণীটি শিকারীর পাল্লায় পড়ে যায়। যার ফলে এটি ক্রমেই বিলুপ্ত হতে চলেছে। চীনে বিলুপ্ত হওয়া এই প্রাণীটিকে গবেষকরা বলছেন, ডুগং অতীতের মারমেইড বা মৎসকন্যার কিংবা জলপরীর গল্প মনে করিয়ে দেয়।…